আস-সালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন -ইস্তিঞ্জার জন্য কমপক্ষে কি তিনটি ঢিলা ব্যবহার করা আবশ্যক?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। পূর্ণ পরিস্কার করে পবিত্র হওয়া আবশ্যক। যদি আরো বেশী প্রয়োজন হয়, বেশী ব্যবহা করতে হবে। যদি তিনটার কমে পবিত্র হয়ে যায় তাহলে তিনটি ব্যবহার করা সুন্নাত। ঢিলার চেয়ে পানি ব্যবহার করা উত্তম।