আসসালামু আলাইকুম। শায়েখ, হাদিসে বর্ণিত সকাল-বিকাল পড়ার দোয়াগুলা কি ফযর ও আসরের নামাযের পর পড়া যাবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সকালের যিকিরগুলো ফজরের পর পড়া যাবে।সুবহে সাদিকের পর ফজরের আগেও পড়া যাবে, যদি নির্দিষ্টভাবে ফজরের পর পড়ার কথা হাদীসে না থাকে। বিকেল দ্বারা উদ্দেশ্যে মূলত সন্ধ্যার পর, মাগরিবের নামাযের পর পড়তে হবে।