As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6197

জায়েয

প্রকাশকাল: 17 Jan 2023

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শায়েখ, হাদিসে বর্ণিত সকাল-বিকাল পড়ার দোয়াগুলা কি ফযর ও আসরের নামাযের পর পড়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সকালের যিকিরগুলো ফজরের পর পড়া যাবে।সুবহে সাদিকের পর ফজরের আগেও পড়া যাবে, যদি নির্দিষ্টভাবে ফজরের পর পড়ার কথা হাদীসে না থাকে। বিকেল দ্বারা উদ্দেশ্যে মূলত সন্ধ্যার পর, মাগরিবের নামাযের পর পড়তে হবে।