আস-সালামু আলাইকুম। আমি একজন শিক্ষার্থী। আমার কলেজ আমার বাড়ি থেকে ৪৫ মিনিটির দুরত্ব। জামাতে নামাজ পড়ার গুরুত্ব তো অপরিসীম। আমার প্রশ্ন হলো যদি আমার পেন্টে প্রস্রাব এর ফোটা পড়ে, আমিতো ঐ পোশাকে নামায পড়তে পারবনা। আবার যদি না পড়ি, তাহলে নামাজ কাযা হয়ে যাবে। আমার কী করা উচিত।