আসসালামু আলাইকুম ১) শায়েখ আমি একটি প্লাস্টিক এর ব্যাংকে টাকা জমা রাখেছি আশা করি লক্ষ টাকা+ হবে, সে টাকা জাকাত কিভাবে দিবো কারন আমি তো একুরেটলি জানি না কত টাকা আছে? আনুমানিক ধরে জাকাত দিবো না ভেঙ্গে হিসেব করে দিবো?
২) আমি এবং আমার কলিক মিলে একটি ব্যাংক একাউন্টে এ মাসে ১০হাজার করে জমাই ১-২ বছর পর আল্লাহ ইচ্ছেতে জমি কোনার জন্য। প্রশ্না হলো জাকাত হিসেব করার সময় আমার এখন পর্যন্ত ল্যান্ড এর জন্য জমা কৃত টাকার হিসেবও কি আসবে?