As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6154

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Dec 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বড় ভাই সুদী ব্যাংকে চাকুরি করে এবং সেখান থেকে লোন নিয়ে জমি কিনে বাড়ি করেছে। কিন্তু জমি কেনার সময় আমার বাবা তার হালাল ১১ লক্ষ টাকা ভাই কে দিয়েছিলেন এই শর্তে যে, উক্ত বাড়িটির ৪র্থ তলাটি যাতে আমাকে দেয়া হয় এবং আমি সেখানে নিজের টাকা দিয়ে ছাদ দিয়ে ফ্ল্যাট করব। এখন, আমার জন্য এই বাড়ির ৪র্থ তলায় ফ্ল্যাট তৈরী করে থাকা যায়েজ হবে কি না? যেহেতু এখানে আমার জন্য আমার বাবার হালাল ১১ লক্ষ টাকা রয়েছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। উপহার হিসেবে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। তবে সবচেয়ে ভালো হয় এই ধরণের হারাম জমির ভিতর না জড়িয়ে ১১ লক্ষ টাকা দিয়ে আলাদা জমি কিনে বাড়ি তৈরী করা। কারণ ১১ লাখ টাকা হালাল হলেও আপনি কিছুটা হলেও হারামের উপর ভিত্তি গড়ছেন। বাড়ির শুরুটা তো হারাম টাকা দিয়ে, যার কিছুটা উপকার আপনি ভোগ করছেন। সুতরাং আপনার ভাইকে বলুন, টাকাগুলো আপনাকে দিয়ে দিক, আপনি অন্য কোথাও বাড়ি করেন। প্রয়োজনে ফোন করবেন 01762629505 যে কোন দিন এশার পর।