As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6044

আকীদা

প্রকাশকাল: 17 Aug 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জনাব তাবলীগ জামাত সম্পর্কে কেউ আপনাকে প্রশ্ন করেছিল এবং তার উত্তর আপনি দিয়েছিলেন, ভিডিওটি আমি দেখেছি। আপনি স্পষ্ট ভাষায় তবলীগ জামাতকে সমর্থন করেছেন, আলহামদুলিল্লাহ। তাবলীগ ওয়ালাদের বক্তব্য, “কোনও ব্যাক্তি তিন চিল্লা না দিয়ে মারা গেলে, সেই ব্যাক্তি জান্নাতে যেতে পারবে না” একথা ঠিক কিনা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি হয়তো জানেন না, শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. ২০১৬ সালের ১১ মে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।

“কোনও ব্যাক্তি তিন চিল্লা না দিয়ে মারা গেলে, সেই ব্যাক্তি জান্নাতে যেতে পারবে না” এট সঠিক নয়। এটা খুবই খারাপ কথা।