আস-সালামু আলাইকুম আমার মায়ের পৈতৃক সম্পদের ন্যায্য মূল্য আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকার অধিক, জরুরি প্রয়োজনে মা মামার কাছে টাকা চাইলে মামা সুকৌশলে ব্ল্যাকমেইল করে ২ লক্ষ টাকা দিয়ে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেয় যদিও সম্পূর্ণ জমি রেজিস্ট্রি করার কথা ছিল না।
কিন্তু মা অসহায় হয়েই রেজিস্ট্রি করে দিতে বাধ্য হয়, মামা মায়ের ৬-৮ লক্ষ টাকা ন্যায্য হক দেয়নি, আমি মামার একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, মায়ের অনুমতিতে সেই প্রতিষ্ঠান থেকে কিছু টাকা নিয়েছি, প্রশ্ন হলো আমি যে টাকা নিয়েছি সেটাকি আমার মায়ের ন্যায্য পাওনা বলে বিবেচিত হবে নাকি ওই টাকা ফেরত দিতে হবে? ব্যাপারটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি দয়াকরে সমাধান দিয়ে উপকৃত করবেন।