আস-সালামু আলাইকুম, আমার এক বন্ধু সরকারি চাকুরী পেয়েছে অন্য জেলার নাম দিয়ে কাগজ করে যেমন তার দেশের বাড়ি মাদারিপুর এবং সারকুলারে বলা আছে মাদারিপুর এই বার আবেদন করতে পারবে না, কিন্তু পাশের জেলা পটুয়াখালী আবেদন করতে পারবে তাই বন্ধু তার কাগজ পত্র সব পটুয়াখালী জেলার নামে বানিয়ে সে আবেদন করে এবং সে চাকুরীটি পেয়ে যায়। প্রাশ্ন: তার চাকুরী কি হালাল হবে এবং সে কিছু খাওয়াতে চাইলে কি খাওয়া যাবে?