আমার বাবা একটি ব্যাংক চেক জালিয়াতি মামলায় ১৪ লক্ষ টাকার কেচে ফেসে গেছে। মামলাটি রায় হয়েছে ১৫ লক্ষ টাকা ও ৬ মাসের জেল। কিন্তু যারা মামলা করেছে তারা এখন মামলাটি আপোষ করতে চায়। তারা মোট টাকা পায় ২ লক্ষ টাকা। আমরা সেই টাকা ম্যানেজও করেছি ধার দেনা করে। কিন্তু কোর্ট রায় হওয়া মামলা আপোষ করতে চাচ্ছে না। ৫০% টাকা জমা দিয়ে আপিল করতে বলে। আমরা নিরুপায়। আমাদের জমি/চাকরি কোন কিছুই নেই। যারা মামলা করেছে তারা বলেছে ৫০% টাকা জমা দিলে আপিল করার পর আপোষ নামা জমা দিয়ে টাকা উত্তলোন করে তারা তাদের পাওনা টাকা নিবে এবং বাকি টাকা ফেরত দিবে।