As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5996

বিবাহ-তালাক

প্রকাশকাল: 30 Jun 2022

প্রশ্ন

আমার সাথে একটি মেয়ের ৩বছরের বেশী প্রেম, এখন এমন এক অবস্থানে আছি যে তাকে আমি ছাড়তে পারবো না আর সে ও পারবেনা, প্রেম করে গুনাহ করেছি এখন সেটা বুঝিতে পেরেছি, এখন যদি আমরা পারিবারিক ভাবে বিবাহ করি তবে সেটা কি হালাল হবে? আর যদি আমরা হালাল ভাবে জীবন পরিচালনার চেস্টায় থাকি তবে কি আমরা সুখী হবো?, নাকী আমাদের প্রেমের কারনে আল্লাহ তায়ালা শাস্তি নেমে আসবে বিবাহের পরে ও।

উত্তর

জ্বী, বিয়ে করলে হালাল হবে। না,বিয়ের পরও শাস্তি নামতে থাকবে, এরকম না। তওবা করে ক্ষমা চাইলে আল্লাহ সুখী করতে পারেন।