As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5973

সালাত

প্রকাশকাল: 7 Jun 2022

প্রশ্ন

আমি একজন প্রতিবন্ধী এবং নার্ভের রুগি পুরো পুরি অচল অবস্থা, বসার ক্ষমতা নাই, বিছানায় শুয়ে শুয়ে বদনাই পেসাব করি। আর আমার পেসাব রুখার ক্ষমতা নাই, পেসাব চাপার সাথে সাথে বদনা ভিড়াতে ভিড়াতে পেসাব লুঙ্গি তে হয়ে যায়। সব সময় পেসাব মাখা অবস্থায় থাকতে হয়। আমার বার বার লুঙ্গী পালটানো সম্ভব না। এমন কী অজু করার ও খমতাও নাই। তাই আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি বিনা অজুতে শুয়ে শুয়ে নামায আদায় করতে পারি?

উত্তর

আপনাকে যদি ওযু করিয়ে দেয়ারা মত কেউ থাকে তাহলে সে ওযু করিয়ে দিবে। নামাযের সময় হলে ওযু করিয়ে নিয়ে নামায আদায় করবেন। আর যদি ওযু করিয়ে দেয়ার মত কেউ না থাকে তাহলে নামাযের ওয়াক্ত হলে তায়াম্মুম করে নামায আদায় করবেন। যদি নামাযের সময় পবিত্র কাপড় পরানোর কেউ থাকে তাহলে পবিত্র কাপড় পরে নামায আদায় করবেন। যদি না থাকে তাহলে ঐ অবস্থাতেই নামায আদায় করবেন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।