As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5915

সফর

প্রকাশকাল: 10 Apr 2022

প্রশ্ন

অমুসলিম প্রাধান দেশ যেমন, কানাডা,অস্ট্রেলিয়া তে আমি আমার স্ত্রী ও পরিবার সহ স্থায়ী ভাবে থাকতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? আমার আমল বা ইমানে কি কোনো সমস্যা হবে,? যদি আমি, আমার স্ত্রী ও আমার পরিবার আমাদের সর্বচ দিয়ে আমাদের ইমান ঠিক রাখি + ইসলামের সকল বিধান যথাযথ ভাবে মেনে চলি এবং আমাদের সন্তান দের কে তার শিক্ষা দেই তবে যাওয়াটা কি হালাল হবে??

উত্তর

মুসলিম দেশে ছেড়ে অমুসলিম দেশে স্থায়ী থাকার চিন্তা ভালো বলে মনে হয় না। যেখানে গুনহের ছড়াছড়ি, গুনাহ করার অবারিত সুযোগ সেখানে আপনি না হয় ইসলামের বিধি বিধান মেনে চললেন কিন্তু পরবর্তী প্রজন্ম তো ধীর ধীরে ইসলাম বিমুখ হয়ে পড়বে, ধর্মও ছেড়ে দিতে পারে। এখন তো দেখা যাচ্ছে সেখানে অনেক মুসলিম ছেলে মেয়ে অমুসলিম ছেলে মেয়েকে বিয়ে করছে। এই অবৈধ বিবাহের মাধ্যমে তার ব্যাভিচারে লিপ্ত হচ্ছে এবং তাদের সন্তানেরা নিশ্চিত ইসলাম থেকে বের হয়ে যাবে। তাছাড়া মুসলিম দেশে পাড়ায় পাড়ায় মসজিদ, ইবাদত করার অবারিত সুযোগ আর অমুসলিম দেশে গেলে তো জামাতে নামায আদায়েরই যথেষ্ট সুযোগ নাও থাকতে পারে, কারণ সেখানে মসজিদ কম। ইবাদতের বা ইসলাম অনুযায়ী চলার যে সুন্দর পরিবেশ প্রয়োজন সেটা তো সে সব দেশে পাবেন না।

সুতরাং কাজের জন্য কিছু দিন সে সব দেশে থাকতে পারেন, তবে কিছুতেই স্থায়ীভাবে সেখানে যাওয়া ঠিক হবে না বলে মনে করি।