As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5900

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 Mar 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, আমি খুব বিপদের ভিতরে আছি, ঋনের কারনে গ্রাম থেকে চলে এসেছি, এখন আমার কোন কিনারা নাই. এখন আমি অসুস্থ হলে কিছু করার নাই, দাড়ানোর জায়গা নাই, আমি এখন একটি চায়না প্রজেক্টে সিকিউরিটি গার্ডের চাকরি করছি, এখন এই চাকরি আর নামাজ পড়ছি, জীবনে অনেক পাপ করেছি, এখনও আল্লাহ বাচিয়ে রেখেছে। আমি কী করবো আর কোন আমল করবো যার কারনে আল্লাহ আমাকে মাফ করবে এবং আমাকে ঋন পরিশোধের ব্যাবস্থা হবে, আমি খুব অসহায়। আমল করার কিছু নিয়ম লিখে দিলে সেই অনুযায়ি চলবো ইনশাআল্লাহ।

উত্তর

ঋন পরিষোধ এবং অন্যান্য মানসিক চিন্তা থেকে বেঁচে থাকতে এই দুআটি সকাল-সন্ধ্যা এবং অন্যান্য সময় পাঠ করবেন। اللهم إني أعوذ بك من الهمِّ والحزن، والعجز والكسل، والجبن والبخل، وضلع الدَّين، وغلبة الرِّجال আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে দিন। এবং ঋন পরিষোধ করার তাওফীক দান করুন, আপনাকে ইসলামের উপর অটুট রাখুন।