আসসালামুআলাইকুম, জনাব আমার প্রশ্নটি আমি কীভাবে উপস্থাপন করব বুঝতে পারছিনা। যদি কোনো ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি খুবই সাধারণ একটা মেয়ে। বয়স মাত্র ২০ বছর। পড়ালেখা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছি। আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ পাক আমাকে সব বিপদেই পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি তাঁর শোকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারব না। কিন্তু এখন আমি এমন সমস্যার মধ্যে পতিত হয়েছি না আমি এর সমাধান খুঁজে পাচ্ছি না আমি এর থেকে পরিত্রাণ পাচ্ছি। রাব্বুল আ’লামিনের দরবারে বারবার প্রার্থণা করছি যাতে আমাকে নাজাত দান করে। আমার দিনকাল ভালোই চলছিল। ইচ্ছে ছিল অনেক পড়ালেখা করার।আল্লাহ ও তাঁর রাসূলের দ্বীন নিয়ে গবেষণা করার। যদিও আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি। একটু-আধটু হাদিস পড়েছি।কিন্তু করোনার মধ্যে শয়তানের ধোকায় পড়ে যাই।কথায় আছে, “অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।” আমি হারাম রিলেশনশিপে জড়িয়ে যাই।তবে আমাদের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু যেটা হারাম সেটা তো হারাম।এর জন্য আমি আল্লাহর নিকট লজ্জিত। আল্লাহ আমাকে মাফ করুক। আল্লাহ আমাকে হেদায়েত নসীব করুক।দোয়া করবেন আমার জন্য।রিলেশনের ২বছর পর আমি আমার কাছের একজনকে এই ব্যাপারটা জানাই। আর তাকে মানা করি আমার আব্বু-আম্মুকে না জানাতে। কিন্তু তিনি জানিয়ে দেন। পরে আমার আব্বু-আম্মু জানতে পেরে খুবই হতাশ।তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। আমি তাদের হাতে-পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি কিন্তু কোনো লাভ হয়নি। তারা ভাবছে আমি আমার রিলেশনের জন্য এমন করেছি। আসলে তারা যে পাত্র ঠিক করেছিল তাকে আমি ব্যাক্তিগতভাবে অপছন্দ করি।তার অনেক কারণ আছে। সে আমার ফুফাতোভাই হওয়ার সুবাদে আমি তাকে ছোটোবেলা থেকে চিনি। উল্লেখ্য যে,আমার ফুফু একবার তার এই ছেলের জন্যই আমার বাবার কাছে আমার বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। কিন্তু বাবা তখন না করে দেয়।এরপর থেকে আমার ফুফুদের সাথে আগের মতো তেমন ভালো সম্পর্ক ছিল না। আমার রিলেশনের কথা জানার পর বাবা নিজেই প্রস্তাব পাঠায় আমার ফুফুর কাছে। আর তারা রাজিও হয়। আমি আমার ভবিষ্যতের কথা ভেবে অনেক চেষ্টা করেছি বিয়েটা ভাঙার। কিন্তু কেউ আমার কথা শোনে নি। আমার বাবা আমার গায়ে হাত পর্যন্ত তুলে। আমি তো সেই ছেলেটাকে পছন্দ করি না। তাহলে তার সাথে সারাজীবন কীভাবে কাটাবো? সেই ছেলেটার জীবনও তো নষ্ট হয়ে যাবে। আমি অনেকবার বুঝিয়েছি। কিন্তু তারা বুঝে নি।তাই বিয়ের দিন সকালে আমি অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে ফেলি। আমার মাথায় শুধু একটাই চিন্তা তাকে আমি বিয়ে করতে পারব না।আমার অবস্থা সেদিন খুবই নাজেহাল ছিল।আমার জ্ঞান ছিল না। আমি সবার কথা শুনতে পারছি কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। শুধু জানতাম বিয়ে করব না। কবুল বলার সময় আমি কবুর বলেছিলাম।তার জ্ঞান আমার ঠিক নেই। এখন আমার প্রশ্ন হলো আমার বিয়েটা কি হয়েছে? বিয়ের পর ঝগড়া-বিবাদ লেগেই থাকত আমাদের। এমনকি সে আমার গায়ে প্রতিনিয়ত হাত তুলতেও দ্বিধাবোধ করত না। পরপর তিনবার সে আমাকে তালাক দিয়েছে। এমনকি একদিনে একহাজার তালাকও দিয়েছে।আমার মা এই ব্যাপারটা জানত। কিন্তু লোকসমাজের ভয়ে কিছু বলে নি। এখন আমাদের কি তালাক হয়েছে? আর যদি হয়ে তাকে আমি তো তার জন্য হারাম। কিন্তু আমার যে কোথাও যাওয়ার রাস্তা নেই। আমার মা-বাবা যে তাকে পীরের মত মানে। সবসময় মনে করে আমি ভুল আর আমার ফুফাতোভাই যা বলছে সব ঠিক। এখন আমার কি করা উচিত? আমি তো চাই সমস্ত হারাম থেকে মুক্তি পেতে সেটা আমার প্রিয় হোক আর অপ্রিয় হোক। আমি চাই ইসলামিক জীবন ব্যবস্থায় সম্পূর্ণভাবে আত্মসমর্পন করতে। শুধু হালাল নিয়ে বাঁচতে চাই। যদি তালাক হয়ে থাকে তাহলে আমি যদি কোনো পদক্ষেপ নেই তাহলে আমার পরিবারের বিরুদ্ধে যেতে হবে। আর তারা আমাকে কখনোই ভালোবাসবে নাহ। আমাকে অনেক দূরে চলে যেতে হবে তাদের কাছ থেকে।এখন আমার কি করা উচিত হুজুর??আমি যে আর পেরে উঠছি না। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়।মানুষ মাত্রই তো ভুল করে। আল্লাহ পাক তো আমাদের ভুল শোধরানোর সুযোগ দেন। আমার মা-বাবা কি পারত না আমাকে একটাবার সুযোগ দিতে? আমার সাথে একটাবার খোলামেলা কথা বলতে। আমি তো দিনদিন মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। আমি যে আর পেরে উঠছি না। এর থেকে নাজাতের পথ কি? আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সাহায্য করার অনুরোধ জানাচ্ছি। আমার আর্তনাদ আমি বলে বুঝাতে পারব না। আল্লাহ আপনাদের এবং আমাকে হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন।