As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5835

হালাল হারাম

প্রকাশকাল: 20 Jan 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

একজন মুসলমান ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আশা করি উত্তর দিবেন ।

প্রশ্ন: বাজারে যখন ভিডিও সিডি এর প্রচলন ছিল তখন এক ভাই ঐ সমস্ত সিনেমা, সিনেমার গান, নাটকের বিভিন্ন দৃশ্য ইউটিউবে আপলোড করেন এবং ঐ-সমস্ত আপলোডকৃত ভিডিও থেকে আর্থিকভাবে লাভবান হোন ।

সেই টাকা দিয়ে তিনি জমি কিনেন, ঘরের আসবাবপত্র কিনেন । এখন ঐ ভাই তওবা করে এসব ছেড়ে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন … কিন্তু ঐ হারাম উপার্জনের সম্পত্তি / আসবাবপত্র উনি কি করবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি এই টাকা ছাড়া তার অন্য হালাল সম্পদ, টাকা-পয়সা থাকে তাহলে এই হারাম সম্পদ পুরোটা সওয়াবের নিয়তের ছাড়া গরীবদেরকে দিয়ে দিতে হবে। আর যদি কোন হালাল সম্পদ না থাকে তাহলে এই হারাম সম্পদ থেকে জীবন চলার মত নূন্যতম সম্পদ রেখে বাকীটা গরীবদেরকে দিয়ে দিবে। ভবিষ্যতে যদি আল্লাহ পর্যাপ্ত টাকা পয়সা দান করে তাহলে হারাম সম্পদ থেকে যতটুকু এখন রাখবে সে পরিমাণ গরীবদেরকে দিয়ে দিবে।