আসসালামু আলাইকুম। আমার আম্মু মারা যাওয়ার পর আব্বু ২য় বিয়ে করে। আব্বু যে মহিলাকে ২য় বিয়ে করে অর্থাৎ আমার সৎ মা তার আবার আব্বুর সাথে বিয়ে হওয়ার আগে অন্য আরেক জনের সাথে বিয়ে হয়েছিল এবং সেই জায়গার একটি মেয়ে আছে অর্থাৎ আমার সৎ মায়ের আগের পক্ষের একটি মেয়ে আছে। তাহলে কি আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো? সংক্ষেপে বললে প্রশ্নটা হবে, সৎ মায়ের আগের পক্ষের মেয়েকে কি বিয়ে করা যাবে? উল্লেখ্য যে, যেদিন থেকে আব্বু ২য় বিয়ে করেছেন সেদিন থেকে ঐ মেয়েটি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে।