As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5792

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 Dec 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম

আমার হাসবেন্ড অবস্ট্রাটিভ এজোস্পার্মিয়া (শুক্রানো শূন্য) কিন্তু শরীরে উৎপন্ন হয়। বিয়ে বয়স ৩ বছর। নালিতে একটা বাধা আছে যার কারনে বাহিরে আসতে পারে না। ডাক্তার বলছে এটা জন্মগত। কখনো ঠিক হবে না। কিন্তু যেহেতু শরীরে উৎপন্ন হয় আমরা টেস্টটিউবে বাচ্চা নিতে পারবো।

এখন আমার কি টেস্টটিউব বাচ্চা নিলে গুনাহ হবে। আর ডক্টর যে বলছেন ঠিক হবে না, টেস্টটিউব বাচ্চা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমাদের।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টেস্টটিউবে বাচ্চা জন্ম দেয়ার একটি পদ্ধতি জায়েজ। সেটা হলো আপনার স্বামীর বীর্জ আপনার জরায়ুতে স্থাপন করে বাচ্চা নেয়া। আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে এই জায়েজ পদ্ধতিটি গ্রহন করলে আপনাদের বাচ্চা হবে। স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহন করুন। স্বামীর বাইরে অন্য কারো বীর্জ নেওয়া যাবে না, আপনি বাদে অন্য কারো গর্ভেও সন্তান জন্ম দেওয়া যাবে না।