আসসালামুয়ালাইকুম, আমি USA থেকে একটি বিষয় জানতে চাই আমার ছেলের নাম রেখেছি একজন সাহাবির নাম সাদ ইবনে মুয়াজ, মুয়াজ সন্তানের বাবার নাম নয় তাহলে এই নাম রাখা কি ঠিক আছে নাকি ভুল? ইবনের পর বাবার নাম ছাড়া অন্য যে কোন নাম রাখা যাবে কি? ইমেলে উত্তর টা দিলে উপকৃত হব, তাড়াতাড়ি জাননোর অনুরোধ থাকলো