আসসালামু আলাইকুম, বিতর নামাজ সম্পর্কিতঃ প্রথমে দুই রাকায়াত পরে সালাম ফিরিয়ে, পরে যখন এক রাকাত পড়ব তখন সুরা মিলানোর পর আমি রুকুর আগেই দোয়া কুনুত পড়তে চাই। এক্ষেত্রে সুরা মিলানোর পর দোয়া কুনুত শুরুর আগে তাকবির দিতে হয় কি? তাকবির না দিলে নামাজের সমস্যা হবে কি?