As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5771

বিতর

প্রকাশকাল: 17 Nov 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, বিতর নামাজ সম্পর্কিতঃ প্রথমে দুই রাকায়াত পরে সালাম ফিরিয়ে, পরে যখন এক রাকাত পড়ব তখন সুরা মিলানোর পর আমি রুকুর আগেই দোয়া কুনুত পড়তে চাই। এক্ষেত্রে সুরা মিলানোর পর দোয়া কুনুত শুরুর আগে তাকবির দিতে হয় কি? তাকবির না দিলে নামাজের সমস্যা হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ কুনুতের আগে তাকবীর দিতে হবে কি না এই বিষয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। হানাফী আলেমগণ তাকবীর দিতে বলেছেন। শাফেয়ী আলেমগণ বলেছেন, তাকবীর দেওয়ার প্রয়োজন নেই। তাকবীর দেওয়া বা না দেওয়াতে নামাযের কোন সমস্যা নেই, নামায বাতিল হবে না। https://islamqa.info/ar/answers/274393/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AA%D9%83%D8%A8%D9%8A%D8%B1-%D9%82%D8%A8%D9%84-%D8%AF%D8%B9%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D9%82%D9%86%D9%88%D8%AA