As-Sunnah Trust
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5719
পোশাক-পর্দা
প্রকাশকাল: 26 Sep 2021
আসসালামুআলাইকুম, আমার দুধ-ভাইয়ের আপন ছোট বোন কি আমার মাহরাম? সে কি আমার সামনে দেখা দিতে পারবে?
আপনার দুধ ভাইয়ের ছোট বোন আপনার জন্য গায়রে মাহরাম। সে আপনার সাথে পর্দা রক্ষা করবে।