As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5713

পোশাক-পর্দা

প্রকাশকাল: 20 Sep 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমারা যৌথ পরিবারে যেখানে আমার ভাইরাও থাকে| তো আমার স্ত্রী বাসার ভিতরেও বোরকা পড়ে থাকবে?ভাইদের সামনে কি ধরনের পোশাক পড়বে, অন্যান্য আত্মীয় আসলে তাদের সামনেও কি ভাবে যাবে? বাসার ভিতরের পর্দা কেমন হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাসার ভিতরে আপনার ভাইদের সামনে আর বাইরের অপরিচিত মানুষের সামনে পর্দা সমান। পুরো শরীর ঢেকে রাখতে হবে, মুখও ঢেকে রাখবে। বাসার ভিতরে তাদের সামনে বোরকা না পরলেও এমন পোশাক পরবে যাতে মুখসহ পুরো শরীর ঢাকা থাকে। চেষ্টা করবে তাদের সামনে না যাওয়ার জন্য, প্রয়োজনে যেতে হলে ওড়না দিয়ে মাথা ও মুখ ঢেকেই তাদের সামনে যাবে। যৌথ পরিবারে পর্দা রক্ষা করা একটু কঠিন, তাই এক্ষেত্রে ঘরগুলো এভাবে বানাতে হবে, যাতে পর্দা রক্ষা করা সহজ হয়।