আসসালামু আলাইকুম। আমি একজন পর্দানশীল, হিজাবি মেয়ে। সম্প্রতি, আমার জন্য বিয়ের কাজ দেখা হচ্ছে। আমি সচরাচর হিজাবের সাথে মেকাপ পড়ি না-কারন আমি মনে করি এতে হিজাবের অর্থ ক্ষুন্ন হয়। কিন্তু বিয়ের প্রস্তাবের ছবি বা পাত্র পক্ষের সাথে দেখা করার ক্ষেত্রে আমাকে মেকাপ পড়ার জন্য পরিবারের কাছ থেকে চাপ দেওয়া হচ্ছে। এবং যতই আমি তাদেরকে বুঝানোর চেষ্টা করি-আমার বাবা মা মনে করে আমি অযথা জেদ করছি। আমার প্রশ্ন-এ ধরনের বিয়ের প্রস্তাবর ক্ষেত্রে বা পাত্র পক্ষকে ছবি দেওয়া, কথা বলার ক্ষেত্রে, হাল্কা মেকাপ করা জায়েজ কি না? যদি জায়েজ হয় কতটুকু পড়া জায়েজ? ধন্যবাদ।