আমার মায়ের বিবাহ হয়েছে ৪২ বছর। তিনি কালো বলে শ্বশুরবাড়ির অনেক অত্যাচার গঞ্জনা সহ্য করেছেন। এর পরেও একজন উত্তম স্ত্রীর মত তিনি তাঁর সর্বোচ্চ সামর্থ্য অনুসারে শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব পালন করেছেন। ক্ষেত্র বিশেষে তাদের কটু ব্যবহারের জন্য আমার বাবা না চাইলেও আমার মা বাবাকে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করেছেন আলহামদুলিল্লাহ। তাঁকে তাঁর আত্মীয়তার হক আদায়ে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এসবের পরেও আমার দাদার বাড়ির আত্মীয়রা সু্যোগ পেলেই তাঁকে অপমান করে যান। অসভ্য কথা বলে তাঁকে কষ্ট দেন। আমার মৃত নানা এবং তাঁর ভাই বোন মা কে নিয়ে যা নয় তাই বলেন। এমতাবস্থায় আমার বৃদ্ধ মা আর এসব অপমান সহ্য করে কষ্ট পান তা আমরা মেনে নিতে পারছিনা। এই বয়সে এসব অপমান তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা তাঁকে পরামর্শ দিয়েছি এরকম ক্ষতিকর ননদ দেবরদের সাথে যোগাযোগ না রক্ষা করার জন্য। এটা কি শরিয়ত সম্মত হবে? উল্লেখ্য আমার বাবা তাঁর ভাইবোনের সাথে সকল সম্পর্ক রক্ষা করে চলার ব্যাপারে আমাদের কোনই আপত্তি নেই। তিনি অবশ্যই তাদের হাক্ব আদায় করবেন ইনশাআল্লাহ । আমরা শুধু আমাদের বৃদ্ধ মাকে ক্ষতিকর আত্মীয় থেকে দূরে রাখতে চাই। দয়া করে উত্তম পরামর্শ দিয়ে বাধিত করবেন।