আমি দ্বীনের পথে নতুন। অন্তত ফরজ ইলমটুকু অর্জন করতে চাই কিন্তু মাযহাব, সালাফি, আহলে হাদিস, আহলে সুন্নাত ইত্যাদি বিষয় এ কোন সুনির্দিষ্ট ধারণা নেই! আমায় এ বিষয় সম্পর্কে বলুন। মুসলিম হলেই কি তাকে যে কোন মাযহাব অনুসরন করতে হবে? ধরুন কেউ “ক” বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য হানাফি এর নিয়ম অনুসরন করল…আবার “খ” বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য হাম্বেলি এর নিয়ম অনুসরন করল….অর্থ্যাৎ ব্যক্তি যদি তার পছন্দমত, সুবিধা অনুযায়ী এক বার এই মাযহাব অন্য সময় অন্য মাযহাব অনুসরন করে তাতে কি সে গুনাহগার হবে?