As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5633

বিবিধ

প্রকাশকাল: 2 Jul 2021

প্রশ্ন

মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি অভিভাবক ইচ্ছাকৃতভাবে মেয়ের বিয়ে দিতে দেরি করে। আবার অভিভাবকের সিদ্ধান্ত এমন হয় যে, যখনই মেয়ের বিয়ে দিবে তখন পাত্রের দ্বীনদারিতার চেয়ে দুনিয়াবি বিষয়গুলো বেশি প্রাধান্য দিবে। বিয়ের আগে মেয়ের হারাম রিলেশনশিপকে সাপোর্ট করবে কিন্তু কোনোভাবেই এখন বিয়ে দিবে না। বাবা মা’কে বুঝানোর পরও যদি না বুঝে। তাহলে এই সিচুয়েশানে অভিভাবকের অনুমতি ব্যতীত মেয়ে কোনো দ্বীনদার ছেলেকে বিয়ে করতে পারবে?(এমন যদি হয়,এখন ২জন সাক্ষীর সামনে কাজী অফিসে বিয়ে করবে,পরবর্তীতে যখন বাবা মা বিয়ে দিতে চাইবে তখন তাদেরকে আগের বিয়ের বিষয়টা জানাবে)। তাহলে কি এই বিয়ে সহীহ হবে?

উত্তর

বিয়ে অভিভাবকের অনুমতিক্রমে দ্বীনদার পাত্রের সাথে হওয়া আবশ্যক। আপনি যে সমস্যার কথা বলেছেন তা এখন ব্যাপক। কিন্তু অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হলে পরবর্তীতে অনেক সমস্যা হয়। তাই সবরের সাথে আগানো দরকার। হানাফী মাজহাবের আলেমদের নিকট প্রাপ্তবয়স্ক মেয়ে অভিভাবকের অনুমতিছ ব্যতীত বিবাহ করলেও সহীহ হবে।