As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5629

রোজা

প্রকাশকাল: 28 Jun 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম,আমার বাসা মেহেরপুরের সদর মনহরপুর গ্রামে। আমি ইফতার করি goggle weather এর সুর্যাস্তের সময় দেখে। কিন্তু এখানকার অধিকাংশ মসজিদে এর ছাড়াও ৫ মিনিট পরে ইফতার করে। এখন আমার জানার বিষয় হলো goggle weather এর সুর্যাস্ত দেখে কি ইফতার করলে সঠিক হবে। দয়া করে জানাবেন,ধন্যবাদ!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন ভাবে সুর্যাস্তের বিষয়ে আপনি নিশ্চিত হলে ইফতার করতে পারবেন।