As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5622

তাফসীর

প্রকাশকাল: 21 Jun 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ওজু ছাড়া পবিত্র কুরআন শরীফের তাফসীর পড়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআনের তাফসীর পড়ার আগে ওযু করা ভালো। তবে ওযু ছাড়া কুরআন ও কুরআনের তাফসীর পড়া যায়। তবে কুরআনের অক্ষরের উপর যেন হাত না লাগে সেটা খেয়াল রাখতে হবে।