As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5549

লেনদেন

প্রকাশকাল: 9 Apr 2021

প্রশ্ন

আস সালামু আলাইকুম শায়েখ। ১. আমার প্রশ্ন হলো- কোনো ছাগল কি এই শর্তে বর্গা দেওয়া যাবে যে (ছাগল পালন কারি ছাগল পালন বাবদ ছাগল থেকে যে লাভ আসে তার অর্ধেক গ্ৰহণ করবে ও ছাগলের মালিক অর্ধেক গ্ৰহণ করবে। যেমন-ছাগলটির ২ টি বাচ্চা হলে ১টি পালনকারি ও ১টি মালিক পাবে। যদি ১টা বাচ্চা হয় তাহলে বাচ্চাটি বিক্রি করে যে টাকা হয় তা পালনকারি ও মালিকের মধ্যে সমান ভাগ হবে)।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন, وَلَوْ دَفَعَ دَابَّتَهُ أَوْ نَخْلَةً إلَى مَنْ يَقُومُ بِهِ وَلَهُ جُزْءٌ مِنْ ثَمَانِيَةٍ صَحَّ، وَهُوَ رِوَايَةٌ عَنْ أَحْمَدَ অর্থ:যদি কোন ব্যক্তি কাউকে পশু কিংবা গাছ লালন-পালন বা দেখা-শোনার উদ্দেশ্যে দেয় আর তার জন্য তার (পশুর বা ফলের) একটি অংশ নির্ধারণ করা হয় তাহলে সহীহ হবে। এটা ইমাম অহমাদ থেকে বর্ণিত। আলফাতাওয়া আলকুবরা ৫/৪০৩ হানাফী মাজহাবে জায়েজ নেই। তবে হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহঃ বলেছেন-এ পদ্ধতিটি হাম্বলী মাযহাবে জায়েজ। তাই কোন এলাকায় যদি এটি ব্যাপক প্রচলন হয়, আর এ ছাড়া আর কোন পদ্ধতি সহজ না হয়, তাহলে উক্ত পদ্ধতিটি হাম্বলী মাযহাব অনুযায়ী আমাদের মাযহাবেও জায়েজ হিসেবে করা যাবে। {ইমদাদুল ফাতওয়া-৩/৩৪২-৩৪৩} সুতরাং সর্বোত্তম পন্থা হলো আপনি ছাগল কিনে দিবেন, ছাগলের খাবার কিনে দিবেন আর ছাগল পালার জন্য পারিশ্রমিক নির্ধারণ করে দিবেন। লাভ-লস সব আপনার হবে। পালনকারী তার পারিশ্রমিক পাবে।