আলেম বা মুফতি হয়ে যদি কবরে সেজদা দেয়, মূর্তির জন্য বা জিনের জন্য পশু জবাই করে, মুসলিম ইমামের বিরুদ্ধে আহালে কিতাবিদেরকে যেকোনো প্রকার সাহায্য-সহযোগিতা করে, কুরআন-সুন্নাহর আয়াতকে অবজ্ঞা করে, খেল-তামাশা ও হাসিঠাট্টার পাত্র বানায়, এরূপ আলেম বা মুফতির ব্যাপারে শরঈ ফায়সালা কী? এরূপ ব্যক্তির পেছনে নামাজ পড়া, এদের দ্বারা জবাইকৃত পশু খাওয়া কি জায়েজ?