ঘরে যেসব প্রাণী থাকে যেমন ইদুর, মাকরসা, তেলাপোকা, ইত্যাদি এসব প্রাণীর মলমূত্রাদি কি পাক না নাপাক, আমাদের বাসা চাটাই দিয়ে বোনা এই সব প্রাণী নাকি সিউর না প্রায় প্রতিদিনই বাসার চেয়ার টেবিল ইত্যাদি জায়গায় মলমূত্রাদি ত্যাগ করে, তাতে আমার আম্মু তা ভেজা কাপড় দিয়ে তা মুছে নেয়, তা কি পবিত্র হবে, এসব প্রাণীর মলমূত্রাদি থেকে বেচে থাকা আমার পক্ষে খুবই কঠিন, এটা নিয়ে খুবই টেনশনে আছি, যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটা দিবেন?