আমি চাকরির বিষয়ে সকল ব্যাংক, যেখানে ছেলে-মেয়ে একসাথে শিক্ষা প্রদান করা হয় সেই প্রতিষ্ঠান, এক কথাই যেখানে বিন্দু মাত্র পাপ হওয়ার সম্ভবনা আছে সেখানে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি করে কিন্তু কাজ হালাল সেই কাজ করলে তো হারাম হবে না, কিন্তু আমার তো পাপ হওয়ার সম্ভবনা আছে। কেননা মেয়েরা তো পর্দা করে না। সেই ক্ষেত্রে ঐ কাজ করা যাবে? আমার মূল কথা জেনে শুনে যেখানে পাপ হওয়ার সম্ভবনা আছে সেইখানে কি কাজ করার অনুমতি আছে? যদি আমি আমার পরিবারের চলাচলের জন্য ওই পরিমান সম্পদ রেখে মারা যাই এবং তারা যদি সেই সম্পদ ভুল পথে ব্যায় করে তাহলে কি আমাকে ওই সম্পদের হিসাব দিতে হবে? নাকি সম্পদ রেখে মারা গেলেই সেই সম্পদের হিসাব দিতেই হবে? আমি যদি মারা যাই এবং আমার সন্তান এবং স্ত্রী যদি পাপ করে তার জন্য কি আমাকে শাস্তি পেতে হবে?