As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5529

বিবিধ

প্রকাশকাল: 20 Mar 2021

প্রশ্ন

আমি চাকরির বিষয়ে সকল ব্যাংক, যেখানে ছেলে-মেয়ে একসাথে শিক্ষা প্রদান করা হয় সেই প্রতিষ্ঠান, এক কথাই যেখানে বিন্দু মাত্র পাপ হওয়ার সম্ভবনা আছে সেখানে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে ছেলে মেয়ে উভয় চাকরি করে কিন্তু কাজ হালাল সেই কাজ করলে তো হারাম হবে না, কিন্তু আমার তো পাপ হওয়ার সম্ভবনা আছে। কেননা মেয়েরা তো পর্দা করে না। সেই ক্ষেত্রে ঐ কাজ করা যাবে? আমার মূল কথা জেনে শুনে যেখানে পাপ হওয়ার সম্ভবনা আছে সেইখানে কি কাজ করার অনুমতি আছে? যদি আমি আমার পরিবারের চলাচলের জন্য ওই পরিমান সম্পদ রেখে মারা যাই এবং তারা যদি সেই সম্পদ ভুল পথে ব্যায় করে তাহলে কি আমাকে ওই সম্পদের হিসাব দিতে হবে? নাকি সম্পদ রেখে মারা গেলেই সেই সম্পদের হিসাব দিতেই হবে? আমি যদি মারা যাই এবং আমার সন্তান এবং স্ত্রী যদি পাপ করে তার জন্য কি আমাকে শাস্তি পেতে হবে?

উত্তর

পুরুষরা বাড়ির বাইরের কাজগুলো করবে। ব্যাংক, অফিসের কাজ মূলত পুরুষের। সেখানে যদি মহিলা থাকে তাহলে সেখানে কর্মরত পরুষদের নিজের চোখকে হেফাজত করে কাজ করতে হবে। যদি পাপ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে তাহলে সেই কাজ বাদ দেওয়া একজন মূমিনের জন্য সবচেয়ে কল্যানকর। আর সহশিক্ষার কোন অনুমোদন ইসলামে নেই। সেখানে কাজ করাও যাবে না। এখানে বাইরের পর্দা রক্ষা করা গেলেও হৃদয়ের পর্দা কোন ভাবেই সম্ভব নয়। আপনি মারা যাওয়ার সময় যে পরিমান সম্পদ রেখে গেছেন বেঁচে থাকাকালীন সেই সম্পদ কীভাবে অর্জন করেছেন, কোন পথে ব্যায় করেছেন সে সম্পর্কে আপনাকে হিসাব দিতে হবে। মারা যাওয়ার পর ভুল পথে ব্যয় হলে সেই দায়িত্ব আপনার না। স্ত্রী-সন্তানদের যদি ইসলামের যথাযথ শিক্ষা দেন, ধর্মের পথে থাকার পর্যাপ্ত ব্যবস্থা করেন তাহলে তাদের পাপ কাজের ভাগি আপনি হবেন না, আর যদি সঠিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করেন, ইসলাম, অখিরাত সম্পর্কে যথাযথ জ্ঞান না দেন, সমাজে চলার ইসলামী নীতিমালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা না করেন তাহলে তাদের পাপের শাস্তি আপনাকে পেতে হতে হবে।