হাদিস শরীফের আলোকে আমরা জানি, রমজানে তারাবীর নামাজে খতমে কোরআন ৩/৭/১০ দিনে করা সাহাবা ও তাবেইগণদের সুন্নাত (সূত্র:- শুআবুল ইমান, ৩০৭৪/৭৬, (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নং – ৭৭৫৪)। অথচ, ফতোয়ায়ে আলমগীরীর ১ঃ ২৯১ পৃষ্ঠায় (বাংলা: ই.ফা.বা) উল্লেখ আছে, ২১ রজনি বা এর পূর্বে তারাবী নামাজে কোরআন খতম করা মাকরুহ। প্রশ্ন হলো সাহাবা, তাবেইনদের সুন্নাত মানব নাকি ফতোয়ার কিতাব মানব? দয়া করে দ্রুত জানাবেন কি?