As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5464

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 14 Jan 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় যে দোয়াটি পড়া হয় তা নিয়ে আমাদের অঞ্চলে একটি মতভেদের সৃষ্টি হয়েছে। মৃতব্যক্তিকে কবর দেওয়ার সময় হাতে মাটি নিয়ে সুরা ত্বহার ৫৫ আয়াত পড়ে থাকি। ইদানিং শুনতে পাচ্ছি এই দোয়াটি পড়া সঠিক নয়। এই দোয়া পড়ার সহিহ কোন হাদিস নেই। এবং অর্থগত দিক থেকে এই দোয়া পড়া শিরক। মাটি দেওয়ার সময় শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হবে। এক্ষেত্রে আমাদের করনীয় কি? দয়া করে জনাবেন। মহান আল্লাহ সকলকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন এবং সে অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন। আমিন।

উত্তর

এই বিষয়ে নীচের হাদীসটি লক্ষ করুন: /> عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : لَمَّا وُضِعَتْ أُمُّ كُلْثُومٍ ابْنَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ، وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى ) আবু উমামা বর্ণিত, যখন রাসূলুল্লাহ সা. এর মেয়ে উম্মে কুলসুমকে কবরে রাখা হলো তখন রাসূলুল্লাহ সা. বললেন, مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ ، وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। অর্থাৎ প্রচলিত দুআটি পড়লেন। মুসনাদু আহমাদ, হাদীস নং ২২১৮৭। তবে হাদীসটিকে মুহাদ্দীসগণ দূর্বল বলেছেন। এই হাদীসের ভিত্তিতে বহু ফকীহ বলেন, দাফনের পর কবরের উপর মাটি দেওয়ার সময় কুরআনের এই আয়াতটি পড়া মুস্তাহাব। তবে এই সময় কোন দুআ পড়তে হবে মর্মে নির্ভরযোগ্য কোন হাদীস নেই। আরো বিস্তারিত জানতে

সহীহ হাদীসে এসেছে রাসূল সাঃ যখন কোন ব্যাক্তিকে কবরে রাখতেন তখন তিনি بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ পড়তেন। হাদীসটির আরবী পাঠ হলো عَنْ ابْنِ عُمَرَ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُدْخِلَ الْمَيِّتُ الْقَبْرَ قال ، وَقَالَ أَبُو خَالِدٍ : مَرَّةً إِذَا وُضِعَ الْمَيِّتُ فِي لَحْدِهِ قَالَ مَرَّةً : بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ ، وَقَالَ مَرَّةً : بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সুনানু তিরমিযী, হাদীস নং ১০৪৬। হাদীসটি সহীহ।