As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5459

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Jan 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন অনার্সে অধ্যানরত ছাত্র। বর্তমানে আমার এবং আমার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। এই মুহুর্তে আমার অর্থ উপার্জন করা জরুরী। আমি বর্তমানে একটি কাজের অফার পাচ্ছি। একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে। এটা সব দিক থেকে ভাল। একমাত্র সমস্যা হল: কোম্পানিটি ছেলেদের এবং মেয়েদের জন্য পোশাক তৈরি করে। কিন্তু তারা মেয়েদের জন্য পোশাক তৈরি করে যেগুলি ইসলাম সমর্থন করে না বা ইসলামে হারাম। তাদের আয় কি এখন হালাল? আর আমি তাদের থেকে বেতন নিলে আমার আয় কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা বলেছেন,ولا تعاونوا على الإثم والعدوان মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। এই কোম্পানীর উপার্জন পুরোপুুুুুুরি হালাল নয়। কারণ তারা পাপ কাজে সহায়তা করছে। সুতরাং আরো স্বচ্ছ ও সুন্দর কর্মসংস্থান আপনাকে খুঁজতে হবে। তবে আপাতত কিছু দিন এখানে আপনি কাজ করলে আশা করি আল্লাহ আপনার প্রয়োজনের বিষয়টি দেখে ক্ষমা করে দিবেন, ভালো কাজ খুঁজবেন, পেলে সেখোনে চলে যাবেন।