আস-সালামু আলাইকুম। আমার সাড়ে সাত ভরির বেশি স্বর্ণ আছে। আমি যদি তা থেকে ০২ বা ০৩ ভরি স্বর্ণ (বলতে পারেন আমি নেসাবের কম স্বর্ণ আমার কাছে রাখতে চাই) আমার সদ্য ভূমিষ্ট মেয়েকে একবারে দান করে দিই। আমি সেই স্বর্ণের কোন দাবিদার নই বা আমি কখনও ব্যবহার করবো না। সে বড় হলে ব্যবহার করবে বা যা ইচ্ছা তাই করবে। সেক্ষেত্রে আমি এই কাজ করতে পারি কি না?