As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5440

ফিতরা

প্রকাশকাল: 21 Dec 2020

প্রশ্ন

ফিতরা ঈদের ২-৩ দিন আগে দেওয়া যাবে? সেমাই, চিনি ও কিসমিস দিয়ে ফেতরা আদায় হবে কিনা?

উত্তর

জ্বী, দেওয়া যাবে। তবে ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে দিলে অসহায় মানুষদের উপকার বেশী হয়, সেই দিক বিবেচনায় ঈদের আগ দিয়ে দেয়া ভালো। চিনি ও কিসমিস দিয়ে ফিতরা আদায় হয়ে যাবে।