As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5405

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 Nov 2020

প্রশ্ন

বাংলাদেশের সরকারি নিয়ম মোতাবেক আয়কর রেয়াতের জন্য সঞ্চয় পত্র কিনতে হয়। উক্ত সঞ্চয় পত্র হতে প্রাপ্ত লভ্যাংশ ছওয়াবের এর আশা ব্যাতিত নিকট আত্নীয়স্বজন/ দরিদ্রমানুষের মধ্যে বন্টন করার নিমিত্তে সঞ্চয় পত্র একাউন্ট খোলা যাবে কি?

উত্তর

না, সঞ্চয়পত্র একাউন্ট খোলা যাবে না। আয়কর মাফ পাওয়ার জন্য সুদের কারবারে জড়ানোর কোন অনুমতি নেই।