আসসালামু আলাইকুম শায়েখ, সরকারি কৃষি ব্যংকে কেউ চাকুরি করার পর মারা গেলে তার পেনশনের টাকা তার স্ত্রী সন্তানের জন্য খাওয়া কি হালাল না হারাম? এটা কি সুদ হবে আর হয়ে থাকলে বহুদিন এই টাকা ব্যবহার এর ফলে এই টাকা কি ফেরত দিতে হবে মানে, সওয়াব আর আশা ছাড়া দান করে দিতে হবে যদিও তারা এটাকে সুদ হিসেবে এতদিন জানত না বা বুঝত না, যদি এটা আসলেই সুদ হয়ে থাকে। উত্তর দিলে উপকৃত হতাম। আর এটা সুদ হলে হবার কারনটা যদি বুঝিয়ে বলতেন। সরকারি কর্মচারী হসেবেই সবাই ই পেনশন পান,এটা যদিও তার ইনকামের সাথে সরাসরি যুক্ত নয়(পেনশনের টাকা)