As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5353

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ইনকাম টেক্সে চাকরি করা হালাল নাকি হারাম? এখানে আরো কয়েকটি বিষয় থাকে। যেমন- যদি কেউ ট্যাক্স ফাঁকি দেয়, সেই টাকা যদি কোন ট্যাক্স অফিসার ধরতে পারে তাহলে সরকার সেই টাকার অংশ থেকে একটি অংশ অফিসারদের পুরস্কার দেয়।

এই টাকাটা কি অফিসারদের জন্যে হলাল নাকি যদিও অনেক সময় যিনি ট্যাক্স ফাঁকি দিচ্ছে সেই টাকা হালাল পন্থায় ইনকাম করে। এভাবে কারো বৈধ টাকা কি সরকার জব্দ করে আবার সেই টাকা থেকে অফিসারদের একটি অংশ পুরস্কার দিতে পারে। এই বিষয়টি হালাল কিনা? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনে এই ধরণের কর বসাতে অসুবধিা নেই, সুতরাং চাকুরী করতেও সমস্যা নেই। সরকার যদি এই ট্যাক্সের টাকার একটি অংশ অফিসারদের দেন তাহলে বৈধ হবে।