As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5343

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 15 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার দুটি প্রশ্ন আছে। আমার যে মেয়ের সাথে বিয়ে হয়েছে তার বাবা ও মায়ের তালাক হয়ে যায়, যখন তার বয়স আনুমানিক ২ বছর। তার মায়ের আবার বিয়ে হয় এবং সে তার নানার কাছে বড় হয়। তার বাবা তার কোনো দায়িত্ব নেয় নি এবং যোগাযোগ রাখে নি, কারন সে মানসিক রোগী। তার নানারা ssc certificate এ তার সৎ বাবার নাম দিয়ে দিসে। সাথে জাতিয় পরিচয় ও অন্যান্য কাগজ পত্রেও তার সৎ বাবার নাম হয়ে গেসে। এটা আমি বিয়ের ঠিক আগ মুহুর্তে জানতে পারি। বিয়েতে তার নিজের বাবা ও চাচার অনুমতি নেওয়া হয়েছিল, যদিও তারা উপস্থিত ছিলেন না। বিয়ে বাধ্য হয়ে জাতিয় পরিচয় অনুুযায়ি করতে হয়েছেে। বিয়েটা আমাাদের দেশে যেভাবে হয়, মানে কাজি, ইমাম ডেকে, সেভাবে হয়েছে এবং তার বাবারা বাদে সবাই ছিলেন।এখন আমার প্রশ্ন হচ্ছে
১. আমার বিয়ে হালাল হয়েছে কিনা?
২. যেহেতু কাগজ পত্র অনেক। এবং সেগুলো পরিবর্তন করা অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তাই এগুলোতে তার বাবার নাম পরিবর্তন করা জরুরি কিনা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার বিয়ে জায়েজ হয়েছে। ২। বাবার নাম পরিবর্তন না করলে বিবাহে কোন সমস্যা নেই। তবে সামনে থেকে সব জায়গাতে প্রকৃত বাবার নাম বলবে এবং লিখবে। ভোটার আই ডি কার্ডটি সংশোধন করে নিলে সামনে থেকে প্রকৃত বাবার নাম লিখতে কোন অসুবধা হবে না।