As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5335

সালাত

প্রকাশকাল: 7 Sep 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কয়েকটি প্রশ্ন, কত বছর বয়সে ছেলেদের জন্য জামাতে নামাজ ওয়াজিব হয়? আর জামাতে নামাজের ক্ষেত্রে মা বাবার অনুমতি লাগবে কী? মা বাবা অনুমতি না দিলে বরং জামাতে নামাজ আদায় করতে না করলে বা যেতে না দিলে সন্তানের করণীয় কি? আর কোন কোন সময় জামাত তরক করা যায়? আর আরেকটি প্রশ্ন, নফল রোজা রাখতে হলে কী বাবা মার অনুমতি লাগবে? যদি বাবা মা নফল রোজা রাখার অনুমতি না দেয় তবে সন্তানের করণীয় কি?
প্রশ্নগুলোর উত্তর দিলে বেশ উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বালেগ হলে জামাতে সালাত ওয়াজিব হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে ১৩-১৪ বছর বলা যেতে পারে। মুসলিম বাবা-মা তো জামাতে নামায আদায় থেকে বা নফল রোজা থেকে সন্তানদের বাঁধা দিবে না। যদি কোন হতভাগা বাবা-মা এমন করে তাহলে সন্তানদের উচিৎ হলো জামাতের গুরুত্ব, রোজার গুরুত্ব তাদেরকে বুঝানো। যদি তারা বুঝতে না চান এবং বিনা কারণে জামাতে উপস্থিত হতে বাঁধা দেয়, তাহলে সন্তান এক্ষেত্রে তাদের নির্দেশ মানত বাধ্য নন। তবে সন্তানরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করেই আল্লাহ তায়ালার হুকুমকে অগ্রাধিকার দিবে। যৌক্তিক কারণ ছাড়া নফল রোজা রাখতেও সন্তানদের নিষেধ করা যাবে না। হাদীসে আছে, আল্লাহর রাসূল সা. বলেছেন, لاَ طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ আল্লাহর নাফরমানীর কাজে কাউকে আনুগত্য করা যাবে না, আনুগত্য হবে ভাল কাজে। সহীহ বুখারী, হাদীস নং ৭২৫৭।