২৭ দিন হলো আমার আব্বু ইন্তেকাল করেছেন। আব্বু আমল বৃদ্ধির জন্য আমি কি কি করতে পারি? সাদকায়ে জারিয়া সম্পর্কে কি বিস্তারিত বলবেন? আব্বুর নামে গরিব-মিসকিন খাওয়ানো, মসজিদ এতিমখানায় দান করা যাবে কি? সর্বোপরি আমার আব্বু জন্য আমি কোন কোন কাজ করতে পারবো?
উত্তর
আপনার সৎ আমলের সওয়াবের একটি অংশ আপনার আব্বু সব সময় পাবেন। সুতরাং আপনি সৎ আমল বৃদ্ধি করুন। তার সওয়াবের জন্য গরিব-মিসকিনদের খাওয়ালে, মসজিদ-মাদ্রাসায় দান করলে, এতিমখানা বা দরিদ্র-অসহায়দের সাদকা করলে এগুলোর সওয়াব আপনার আব্বু পাবেন। আপনি নিজের আমল বৃদ্ধি করুন এবং আপনার পিতার সওয়াবের উদ্দেশ্যে দান-সাদকা বৃদ্ধি করুন। দলীলসহ জানতে দেখুন আমাদের দেয়া 0300 নাম্বার প্রশ্নের উত্তর।