As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5300

সফর

প্রকাশকাল: 3 Aug 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ আমার বাড়ি কুমিল্লা আমি কুমিল্লা থেকে ঢাকায় আমার বোনের বাসায় গেলে সালাতুল কসর আদাই করি। আমার বোন ভাড়া বাসায় থাকে। এখন আমার সালাত হবে কিনা? আর যদি হয় তাহলে কতোদিন কসর করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখানে কসর করবেন যদি ১৫ দিনের কম সময় সেখানে থাকার ইচ্ছা করেন। আর যদি এর চেয়ে বেশী দিন থাকার ইচ্ছা করেন তাহলে পূর্ণ সালাত আদায় করবেন। তবে এখন সব জায়গাতে মসজিদ আছে, মসজিদে স্থানীয় ইমামের পিছনে জামাতে সালাত আদায় করবেন, তাহলে আর কসরের প্রশ্ন থাকবে না। কারণ স্থানীয় ইমামের পিছনে সালাত আদায় করলে পূর্ণ সালাতই আদায় করতে হয়ে।