As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5291

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Jul 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার বাবা -মা আলহামদুলিল্লাহ্ বেঁচে আছেন, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে ইমানি হায়াত দান করেন, আমিন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার যে সম্পত্তি সেগুলো কি বেঁচে থাকা অবস্থায় আমার ৫ভাই-ব বোনের মধ্যে বণ্টন করে দিলে ভালো নাকি তাদের অনুপস্থিতিতে বণ্টন করলেও চলবে, আমি চাই না বাবা-মা এ কারনে কোন ক্ষতির মধ্যে পড়ুক। আল্লাহ ভালো জানেন আমিও তাদের আগে দুনিয়া ত্যাগ করতে পারি আল্লাহ মালুম। দয়া করে জানাবেন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, স্যার (র) কে জান্নাতুল ফেরদউস নসিব করুন, আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় তার সম্পদ আপনাদের মাঝে অর্থাৎ সন্তানদের মাঝে বন্টন করবেন না। তিনি মারা যাওয়ার পর ওয়ারিশ হিসেবে আপনারা তার সম্পদ ইসলামী বিধান হিসেবে বন্টন করে নিবেন। তবে ওয়ারিশ বাদে অন্য কাউকে তিনি যদি তার সম্পদ থেকে কিছু দান করতে চান তাহলে জীবিত থাকা অবস্থায়ও দান করতে পারবেন, ওসিয়তও করতে পারবেন। ওয়ারিশদের জন্য কোন ওসিয়ত গ্রহনযোগ্য নয়।