As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5285

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Jul 2020

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। একটা জরুরী বিষয় জানার ছিল, ব্র্যাক এনজিওতে যে সব লোন ছাড়ে গ্রাহকদের,সেই লোনের কিস্তি বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট হয়। পেমেন্ট এর জন্য ক্যাশইন করতে হয়, ক্যাশইন এ প্রতি হাজার এ কিছু কমিশন আসে। আমার প্রশ্ন হচ্ছে, এই কমিশন কি হালাল হবে নাকি হারাম হবে। যদি সম্ভব হয় দ্রুত উত্তরটা দিবেন ইন-শাহ-আল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যদি বিকাশের ব্যবসা থাকে, আর সেখান থেকে কেউ টাকা পাঠায়, এখান থেকে উপার্জিত অর্থ যেমন হালাল তেমনি আপনার প্রশ্নের ক্যাশইন এর কমিশনও হালাল হবে।