As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5239

হালাল হারাম

প্রকাশকাল: 3 Jun 2020

প্রশ্ন

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পুলিশে(মূলধারার পুলিশিং ঃট্রাফিক,রেলওয়ে পুলিশ নয়) চাকরি করা কি ঠিক হবে?যদিও সাধারণত মূলধারার পুলিশের চাকরি অধিকাংশ সময় সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় না আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি। তবে বিশেষ কিছু কাজের ব্যাপারে নিশ্চিত নই। যেমন অনেক সময় দেখা যায় সরকারের বা উপমহলের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক/অরাজনৈতিক কারণে অনেক আলেমকে গ্রেফ্তার করতে হয় বা কখনও যদি হকপন্থী কোন ইসলামী দল ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে তখন তাদেরকও অনিচ্ছা সত্বেও গ্রেফতার করা বা গ্রেফতারের নির্দেশ দিতে হতে পারে। এই ধরণের কাজের সংখ্যা হয়ত এখনও অতটা বেশি নয়। এখানে একটি বিষয় উল্লেখ্য আমাদের দেশে বিসিএসের মাধ্যমে পুলিশের এএসপি পদে নিয়োগের ক্ষেত্রে তাকে পুলিশের কোন শাখায় দেওয়া হবে সেটি চাকরির পরে নির্ধারিত হয়। এমতাবস্থায় পুলিশে চাকরি করার ব্যাপারে পরামর্শ চাচ্ছি।

উত্তর

চাকুরী করতে সমস্যা নেই। তবে অবৈধ কোন কাজ করলে সেজন্য দায়ী থাকতে হবে।