As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5215

শিরক-বিদআত

প্রকাশকাল: 10 May 2020

প্রশ্ন

কোন প্রতিকৃতিতে ফুল দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিধান কি? নিজ হাতে ফুল না দিয়ে একটু দূরে অবস্থান করলে তার জন্য কি একি বিধান প্রযোজ্য হবে? কোন ইমাম যদি এ ধরনের কাজে উপস্থিত থাকে সেক্ষেত্রে ইমামের যোগ্যতা ঠিক থাকবে কিনা জানাবেন। জ্বাযাকাল্লাহু খাইরান

উত্তর

শিরকের অনুষ্ঠান যোগ দেওয়ার হুকুম হারাম। নিজ হাতে ফুল না দিয়ে একটু দূরে অবস্থান করাও অপরাধ, তবে ফুল দেওয়ার চেয়ে একটু কম। ইমাম সাহেব এবং সাধারণ মানুষ সবার জন্য একই হুকুম। এর চেয়ে ভালো ইামাম থাকলে সেই ভালো ইমামের পিছনে নামায আদায় করবেন। আর যদি না পান তাহলে এই পাপী ইমামের পিছনেই নামায আদায় করবেন।