আসসালামু আলাইকুম। ১। সিজদায় এবং তাশহুদ বইঠকে দোয়া হিসেবে আল-কোরানের রাব্বানা দোয়াগুলি কি পড়া যাবে? ২। ফরজ নামাজে (ফজর, মাগরিব এবং এশা) ইমাম সাহেবের সুরা ফাতিহা শব্দ করে পড়ার সময়ে মুক্তাদির কি সুরা ফাতিহা নিঃশব্দে পাঠ করবে নাকি চুপ থাকবে? এর মধ্যে কোনটা উত্তম? আর যদি পড়তে হয় তাহলে কি ইমাম সাহেবের পড়ার সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে নাকি ইমাম সাহেব এক আয়াত পাঠ করার পর মুক্তাদির সেই আয়াত পড়বে? সুরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে কয়েকটা মতভেদ শুনেছি, কিন্তু আমি একটাই আমল করতে চাই। আমাকে উত্তমটাই জানাবেন অনুগ্রহ করে।