As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5208

ইতিহাস

প্রকাশকাল: 3 May 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। সিজদায় এবং তাশহুদ বইঠকে দোয়া হিসেবে আল-কোরানের রাব্বানা দোয়াগুলি কি পড়া যাবে? ২। ফরজ নামাজে (ফজর, মাগরিব এবং এশা) ইমাম সাহেবের সুরা ফাতিহা শব্দ করে পড়ার সময়ে মুক্তাদির কি সুরা ফাতিহা নিঃশব্দে পাঠ করবে নাকি চুপ থাকবে? এর মধ্যে কোনটা উত্তম? আর যদি পড়তে হয় তাহলে কি ইমাম সাহেবের পড়ার সঙ্গে সঙ্গে পাঠ করতে হবে নাকি ইমাম সাহেব এক আয়াত পাঠ করার পর মুক্তাদির সেই আয়াত পড়বে? সুরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে কয়েকটা মতভেদ শুনেছি, কিন্তু আমি একটাই আমল করতে চাই। আমাকে উত্তমটাই জানাবেন অনুগ্রহ করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। জ্বী, পড়া যাবে। ২। ইমাম সাহেব যেসব নামাযে স্বশব্দে কুরআন পড়েন, অর্থাৎ ফজর, মাগরিব ও এশার সালাতে মুক্তাদিরা চুপ থাকায় উত্তম বলে মনে হয়। আর অন্য দুই ওয়াক্তে পড়া উত্তম। আপনি এভাবে আমল করতে পারেন।