As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5173

সালাত

প্রকাশকাল: 29 Mar 2020

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। শায়খ নামাজের মধ্যে অজু চলে গেলে করো সঙ্গে কথা না বলে অজু করে পুনরায় যেখানে নামাজ ছেড়েছি সেই রাকাত থেকে শুরু করবো। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে পুনরায় যে অজু করবো তার আগে কি বিসমিল্লাহ আওয়াজ করে পড়বো না মনে মনে। আর দ্বিতীয় প্রশ্ন, যদি বৈঠক এ অজু নষ্ট হয় তাহলে কি দ্বিতীয় বা চতুর্থ রাকাত শুরু থেকে পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেসব ফকীহ এভাবে নামায পড়ার অনুমতি দিয়েছেন তারাও বলেছেন, নতুন করে নামায পড়া উত্তম। অনেক ফকীহ বলেছেন, অবশ্যই নতুন করে নামায শুরু করতে হবে, এভাবে ওযু ভেঙে গেলে নামায ভেযে যাবে, নুতন করে নামায শুরু করতে হবে। তারপরও যদি আগের নামাযের পর শুরু করতে চান তাহলে ওযু করা অবস্থায় কোন রাকআত ছুটে না গেলে ইমাম সাহেব যা করছেন তাই করবেন, যদি রাকআত ছুটে যায় তাহলে সূরা পড়া ছাড়া রুকু সাজদা দিয়ে ছুটে যাওয়া রাকআত নিজে নিজে পড়ে নিয়ে ইমামের সাথে শরীক হবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ মনে মনে পড়বেন।