আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। শায়খ নামাজের মধ্যে অজু চলে গেলে করো সঙ্গে কথা না বলে অজু করে পুনরায় যেখানে নামাজ ছেড়েছি সেই রাকাত থেকে শুরু করবো। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে পুনরায় যে অজু করবো তার আগে কি বিসমিল্লাহ আওয়াজ করে পড়বো না মনে মনে। আর দ্বিতীয় প্রশ্ন, যদি বৈঠক এ অজু নষ্ট হয় তাহলে কি দ্বিতীয় বা চতুর্থ রাকাত শুরু থেকে পড়বো?