আমি ইনকাম করি এবং নেসাব পরিমান সম্পদ থাকার কারনে আমি কোরবানি দিব ইনশাআল্লাহ কিন্তু আমার স্ত্রী কোন ইনকাম করে না বা অন্য কোন পন্থায় তার কামাই নেই, সে সাধারন গৃহীনি। কিন্তু তার নিকট স্বর্নালংকার রয়েছে যা নেসাব পরিমান হয়ে যায়… এক্ষেত্রে তার উপর কি আলাদা ভাবে কোরবানি ওয়াজিব হবে?